
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি উপকূলীয় জেলা বরগুনা। এই বরগুনা সদর উপজেলার সর্ব দক্ষিণের একটি প্রত্যন্ত গ্রাম “পদ্মা”। আজ থেকে প্রায় ৪০ বছর আগে এই এলাকায় শিক্ষা গ্রহণের তেমন কোনো সুব্যবস্থাই ছিল না। তখন শিক্ষা গ্রহণের জন্য দূর দূরান্তে যেতে হতো। এমন অবস্থায় পদ্মা গ্রামে গড়ে ওঠা বাবুগঞ্জ বাজারের কয়েকজন জনদরদী গণ্যমান্য ব্যক্তি জমি, শ্রম, সময় এবং অর্থ ব্যয় করে বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এই বিদ্যালয়টি বাবুগঞ্জ বাজারের একদম নিকটে হওয়ায় এই বাজারের নাম অনুসারে এর নামকরণ করা হয় বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ০২ জানুয়ারি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ০১ জানুয়ারি ১৯৮৭ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। পরবর্তী সময় ০১ জুন ১৯৮৮ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। তখন বিদ্যালয়টি এলাকার শিক্ষাদানের অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়। যে কারণে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। পরবর্তীতে বিদ্যালয়েটি ১৫ নভেম্বর ১৯৯৪ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত হয়। এভাবে বিদ্যালয়টি ধাপে ধাপে উন্নতি হয়ে যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আধুনিক এবং পরিপূর্ণ একটি বিদ্যালয় পরিণত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয় কারিগরি এবং সাধারণ দুটি শাখাই চলমান আছে।